শৈত্যপ্রবাহ নিয়ে আজ যা জানাল আবহাওয়া অফিস

ফাইল ছবি

শৈত্যপ্রবাহ নিয়ে আজ যা জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ তাপমাত্রা আগের দিনের চেয়ে কমেছে। আগামী তিনদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এরপর থেকে অবশ্য তাপমাত্রা বাড়তে পারে। আজ বুধবার সকাল নয়টায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত ২৪ ঘণ্টার তুলনায় আজ দেশের সর্বত্র তাপমাত্রা কমেছে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ধারা আরও দুই দিন চলতে পারে।

আগামী রোববার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।

তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

news24bd.tv/রিমু