পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উৎসাহিত করার নির্দেশ

পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক)।

পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উৎসাহিত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বাজারে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উৎসাহিত করার জন্য ডিসিদের কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক)। বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।   

পাটমন্ত্রী বলেন, ‘আমদানি নির্ভর চালের বস্তা ছাড়া দেশীয় চালের বস্তা যাতে প্লাস্টিকের ব্যবহার না হয়, সেখানে তৎপর হতে হবে ডিসিদের। দেশীয় চালের বস্তা যাতে পাট দিয়ে করা হয় সেটা নিশ্চিত করে এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের।


মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনাররাও অংশ নিয়েছেন।

 news24bd.tv/ইস্রাফিল