মাথাপিছু আয় বাড়াতে ডিসিদের ভূমিকা রয়েছে: সালমান এফ রহমান

ফাইল ছবি

মাথাপিছু আয় বাড়াতে ডিসিদের ভূমিকা রয়েছে: সালমান এফ রহমান

শাহানাজ ইয়াসমিন বিশ্বাস

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় ১২ হাজার ডলার করা এবং উন্নত দেশ গড়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) অনেক ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান।

বুধবার (২৫ জানুয়ারি) দেশের সকল জেলা প্রশাসকদের সাথে দ্বিতীয় দিনের বৈঠক শেষে এসব বলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক এ উপদেষ্টা। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে ডিসিদের।

তবে, কাজ করতে গেলে বিদ্যুৎ, জ্বালানির সমস্যায় পড়তে হয় এমন অভিযোগ ছিল ডিসিদের পক্ষ থেকে।

সেটা ধীরে কেটে যাবে এমন আশ্বাস দেয়া হয়েছে।

এদিকে, আগামী নির্বাচনের আগে নতুন কোনো রাস্তা নির্মাণ করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ডিসিদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে তিনি এসব জানান। কাদের বলেন, যে রাস্তাগুলো আছে সেগুলোকে মেরামত করার নির্দেশনা দেয়া হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমাতে মহাসড়কে মোটরসাইকেল, ইজিবাইক, নসিমন, করিমন বন্ধ করার জন্য ডিসিদের সঠিক ভূমিকা পালন করার নির্দেশনা দেয়া হয়েছে।