গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে হাই সিকিউরিটি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা হসপিটালে নেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, নিহত ব্যক্তি হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পাবদা গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে নজরুল ইসলাম (৩০)।
তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় ২০১৭ সালে ৩৬৪/৩০২/২০১ দণ্ডবিধি মামলা রয়েছে। তিনি মৃত্যুদণ্ডাদেশ সাজাপ্রাপ্ত আসামি।
news24bd.tv/কামরুল