ব্যর্থ মাশ্চেরানো চাকরি ছাড়ছেন আর্জেন্টিনার 

সংগৃহীত ছবি

ব্যর্থ মাশ্চেরানো চাকরি ছাড়ছেন আর্জেন্টিনার 

অনলাইন ডেস্ক

অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ থেকে লজ্জার বিদায় লেখা হয়েছে আর্জেন্টিনার। ব্রাজিলের বিপক্ষে হারের পাশপাশি দলটি প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষেও হারের স্বাদ পেয়েছে। শুধু পেরুর বিপক্ষে জিতেছে দলটি।  

দলের ওই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিংবদন্তি আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাশ্চেরানো।

সাবেক বার্সেলোনা ও আর্জেন্টাইন কিংবদন্তি জানিয়েছেন, প্রতিভাবান তরুণ এই প্রজন্মকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে না পারার দায় তার।  

তিনি বলেছেন, ‘খুব বেশি কিছু বলার নেই। আমিই কেবল ব্যর্থ হয়েছি। অসাধারণ প্রতিভাবান একটি দল এটি।

আমি তাদের আত্মবিশ্বাস দিতে পারিনি, তাদের মানসিকভাবে সতেজ রাখতে পারিনি। মনে হয় না, আমি এই দায়িত্ব চালিয়ে যাব। এখন দেখে ফিরতে হবে এবং শান্ত থাকার চেষ্টা করতে হবে। ’ 

আর্জেন্টিনার এই দলে জিনো ইনফান্তিনো, ম্যাক্সি গঞ্জালেস, জুলিয়ান ফার্নান্দেজ ও ব্রেইন আগুইরের মতো তরুণ ফুটবলার আছে। ২০২২ সালের জানুয়ারিতে দলটির দায়িত্ব নিয়ে মাশ্চেরানো চারটি টুর্নামেন্টে দলের ডাগ আউটে দাঁড়িয়েছেন। তার মধ্যে দুটিতে শিরোপা জেতায় তার কাজের প্রশংসা করা হচ্ছিল। কিন্তু এক ব্যর্থতায় তিনি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন।

news24bd.tv/আলী