১৬ বছর পালিয়ে থাকার পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ধরা 

সংগৃহীত ছবি

১৬ বছর পালিয়ে থাকার পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ধরা 

জাহিদুজ্জামান, কুষ্টিয়া:

১৬ বছর ধরে পলাতক থাকা মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুষ্টিয়ার সাফি মালিথা (৪৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার বেলা ১১টায় র‌্যাব কুষ্টিয়া কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।  

তিনি জানান, রোববার রাত ১০ টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মণ্ডলপাড়া এলাকা থেকে সাফি মালিথাকে র‌্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে দৌলতপুর উপজেলার ফিলিপ নগর গ্রামের ছলিমুদ্দিন মালিথার ছেলে।

 

২০০৬ সালের ১০ সেপ্টেম্বর দৌলতপুর হতে শরীরে ফেনসিডিল বহন করে বাসযোগে ঢাকা যাওয়ার পথে কালিয়াকৈর এলাকায় পুলিশের চেকপোস্টে ধরা পড়েন সাফি মালিথা। গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। সে সময় ৬ মাস জেল খেটে জামিনে মুক্তি পান সাফি মালিথা। এর পর থেকে পলাতক ছিলেন তিনি।

 

২০১৫ সালে গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক পলাতক সাফিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এতোদিন সে নানা কৌশলে নিজেকে আড়াল করে পালিয়ে বেড়াচ্ছিল।  

news24bd.tv/কামরুল