জনসম্পৃক্ততার অভাবে বিএনপির সরকার পতনের টার্গেট ব্যর্থ: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত)

জনসম্পৃক্ততার অভাবে বিএনপির সরকার পতনের টার্গেট ব্যর্থ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপি পথ হারিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলন ব্যর্থ হলেই অগ্নি সন্ত্রাসের পথে হাঁটে। সেই আশঙ্কা এখনো আছে। কারণ জনসম্পৃক্ততার অভাবে বিএনপির সরকার পতনের টার্গেট ব্যর্থ হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলন তো অনেক হলো— লংমার্চ, শর্ট মার্চ। ৫৬ হাজার বর্গমাইল, খুব বেশি তো না, কোথায় আর যাবেন। দেশের বাইরেও তো গেলেন লবিং করতে, লাভ তো হলো না।

’ 

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রধান দলগুলো অংশগ্রহণ করলে ভোটার উপস্থিতি বাড়বে। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আমরা আশাবাদী বিএনপি আগামী নির্বাচনে আসবে। আমরা খবর পাচ্ছি, তারা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে তারা আবারও ষড়যন্ত্র করছে কিনা সেটাও দেখা হচ্ছে। ’ 

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের টার্গেট ফেল করেছে। তারা ডিসেম্বরের ১০ তারিখের হুঁশিয়ারি দিল। ১১ জানুয়ারি এবং সর্বশেষ ৪ ফেব্রুয়ারির হুঁশিয়ারি দিল। তারা যে টার্গেট নিয়েছে, সেখানে জনগণের অংশগ্রহণ নেই। সেখানে গণবিস্ফোরণ সম্ভব নয়। ’

ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নির্বাচনে জেতার সম্ভাবনা নেই। কারণ আন্দোলনেই বিএনপির পরাজয় হয়েছে। বিএনপি এমন পরিস্থিতি চায়, যাতে আরেকটা অনির্বাচিত সরকার আসে। বিএনপির মনোভাব-শেখ হাসিনা ছাড়া যে কেউ ক্ষমতায় আসুক। বিএনপির গোপন অভিসন্ধি থেকে এটা স্পষ্ট। ’

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ রাজপথে আছে। আমরা নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো। এ থেকে সরে যাব না। ’

রাষ্ট্রপতি নির্বাচনে নিজের প্রার্থীতার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা আমার নেই। আমি নিজেও আগ্রহী না, আমি ছোটাছুটি করা মানুষ। আমার দায়িত্ব অসম্পূর্ণ রেখে আমি সেখানে যেতে চাই না। প্রধানমন্ত্রী আমাকে অনেক বড় দায়িত্ব দিয়ে রেখেছেন। ’

news24bd.tv/ইস্রাফিল