কর হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

কর হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

জয়দেব দাশ

কর হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর আদায়ে প্রযুক্তির ব্যবহার বাড়ানোরও নির্দেশ দেন তিনি। রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন।  

প্রধানমন্ত্রী বলেন, ‘হয়রানি কমিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে আয়কর আদায় বাড়াতে হবে।

রাজধানীর আগারগাঁওয়ে বহুতল রাজস্ব ভবন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের মানুষকে উন্নত সমৃদ্ধ জীবন দেওয়াই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। এরই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে তাঁর সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। ’

কর আহরণে আরও ব্যাপক প্রচারণার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কর হার বৃদ্ধি না করে করদাতাদের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন সরকারপ্রধান। তিনি বলেন, কর আদায়ে ডিজিটাল ব্যবস্থা প্রণয়ন করলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমে আসবে।

প্রধানমন্ত্রী বলেন, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত কর দিতে সক্ষম ব্যক্তি আছে। তাদের দেওয়া করের অর্থ সরকার তাদের কল্যাণেই ব্যয় করবে। তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আয়কর দিতে উদ্বুদ্ধ করতে হবে।

শেখ হাসিনা বলেন, মেড ইন বাংলাদেশ স্লোগান নিয়ে দেশ এগিয়ে যাবে। নিজেদের গড়ে তুলতে হবে আত্মনির্ভরশীল জাতি হিসেবে।

news24bd.tv/ইস্রাফিল