বাগদানের দুই বছর পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে বেশ ঘটা করে বিয়ে হয় পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিয়ের খবর। অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করায় হতাশা প্রকাশ করেছেন বর্তমান সময়ের তারকা পেসার শাহিন আফ্রিদি।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিন শাহ আফ্রিদি।
শহীদ আফ্রিদির পাঁচ মেয়ের মধ্যে আনশা দ্বিতীয়। আনশা ছাড়া বাকি চার মেয়ে হলেন- আকসা, আজওয়া, আসমারা এবং আরওয়া।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের গতি তারকা। শনিবার (৪ ফেব্রুয়ারি) টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এ নিয়ে পোস্ট করেন তিনি।
টুইটারে শাহিন লিখেন, ‘এটা খুবই হতাশার যে বারবার এবং অনেকবার অনুরোধ করা সত্ত্বেও আমাদের গোপনীয়তার জায়গায় আঘাত করা হয়েছে। কোনো ধরনের অপরাধবোধ ছাড়াই লোকে শেয়ার করছে। আমি সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমাদের সহযোগিতা করার জন্য এবং আমাদের স্মরণীয় দিনটিকে নষ্ট করবেন না। ’
news24bd.tv/আলী