স্বর্ণ শিল্পকে শক্তিশালী করার আশ্বাস দিলেন শিল্পমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্বর্ণ শিল্পকে শক্তিশালী করতে বিশেষ অঞ্চল গড়ে তোলাসহ সব ধরনের নীতি সহায়তার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। শুক্রবার (১০ফেব্রুয়ারি)  সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত বাজুস মেলার দ্বিতীয় দিনের এক সেমিনারে তিনি এ আশ্বাস দেন।

বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেন, কাঁচামাল আমদানিতে ভ্যাট-ট্যাক্সে সুবিধা পেলে শক্তিশালী একটি রপ্তানিখাত হবে জুয়েলারি শিল্প।  

সেমিনারে এফবিসিসিআই সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, গোল্ড রিফাইনারি কারখানা গড়ে উঠলে চোরাচালান অনেকটাই বন্ধ হবে।

 এসময়, আগামীর বাংলাদেশে জুয়েলারি শিল্পের টেকসই উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। আর বিক্রি ও প্রচারণায় ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিকে,ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ক্রেতা সমাগম বাজুস মেলা প্রাঙ্গন।