ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেখানে সেখানে বাজার, জনদুর্ভোগ চরমে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেখানে সেখানে বাজার, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেখানে সেখানে বসছে বাজার। এতে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজটের। যাত্রী ও পণ্য পরিবহনে পড়তে হচ্ছে ভোগান্তিতে। সাধারণ যাত্রীদের অবস্থাও নাজেহাল।

সরেজমিনে দেখা যায়, এই মহাসড়কের বিভিন্ন অংশে রয়েছে বেশ কিছু স্থায়ী বড় বাজার। পাশাপাশি বসে অস্থায়ী হাটও। মহাসড়ক লাগোয়া কিংবা মহাসড়কের উপর বসা এসব বাজারের কারণে সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। এতে আটকে যায় পণ্য ও যাত্রীবাহী যানবাহন।

এর ফলে ৪ থেকে ৫ ঘণ্টার পথ যেতে কখনও কখনও সময় লাগছে দ্বিগুণ। বাজার অপসারণের পাশাপাশি সড়ক প্রশস্ত করে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন এই পথে চলাচলকারীরা। পণ্য পরিবহনে গতি আনতে চার লেন থেকে সড়ক আট লেনে করার দাবি ব্যবসায়ীদের।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক