গাউছুল আজম সিটিতে মাহফিলে লাখো মুসল্লির ঢল

গাউছুল আজম সিটিতে মাহফিলে লাখো মুসল্লির ঢল

রূহানী রেঁনেসার অনন্য রূপকার হযরত গাউছুল আজম (রা.)

রূহানী রেঁনেসার অনন্য রূপকার হযরত গাউছুল আজম (রা.) জাহেলিয়তের অন্ধকারে পৃথিবীর মানুষ যখন বিপর্যস্ত তখন মহান আল্লাহর অনুগ্রহে ধরার বুকে শুভাগমন করেন প্রিয় রাসুল (দ.)। অন্ধকারে ডুবে যাওয়া মানুষকে টেনে তুলেন তৌহিদের আলোয়।

প্রিয় নবীজির পরবর্তীতে এ মহান দায়িত্ব পালন করছেন অলি আল্লাহরা। সময়ের পরিক্রমায় আমরা পেয়েছি কালজয়ী মনীষী, আধ্যাত্মিকতার ভূবন কাঁপানো ব্যক্তিত্ব, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুকে।

যিনি নব্য জাহেলিয়ত যুগে এসে এমন এক আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়েছেন যা ইতিহাসেই অভূতপূর্ব। প্রিয় রাসুল (দ.) এর ওয়ারিশ হিসেবে দ্বীন ইসলামের সত্যিকারের দাওয়াত মানুষকে পৌঁছে দিয়েছেন। প্রিয় নবীজির নূরে বাতেন মানুষের ক্বলবে দান করে সত্যিকারের আলোকিত মানুষ তৈরিতে হযরত গাউছুল আজম (রা.) ঐতিহাসিক অবদান রেখেছেন। আধ্যাত্মিক এ রূহানী রেঁনেসার অনন্য রূপকার হযরত গাউছুল আজম (রা.)।

১৮ ফেব্রুয়ারি শনিবার দিনরাত ব্যাপী চট্টগ্রাম নগরীর বায়েজিদের গাউছুল আজম সিটিতে অনুষ্ঠিত কাগোতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে ৭০তম পবিত্র মিরাজুন্নবী (দ.) উদযাপন ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ঈছালে ছাওয়াব মাহফিলে এ মহামনীষীর একমাত্র খলিফা, হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা ওরছে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সরোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেন। বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী প্রমুখ।

পূর্ব ষোষিত তারিখ থেকে মহিলা, প্রবাসী, তরিক্বতপন্থী ও সালানা ওরছে উপস্থিত মুসলিম জনতা সর্বমোট ২০ হাজার ৯০০টি খতমে কোরআন এবং ১ হাজার ১৪৯টি খতমে তাহলীল আদায় করেন।

মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজত এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সম্পর্কিত খবর