আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি, যা বললেন নুসরাত-পাওলিরা

নুসরাত-আলিয়া-পাওলি

আলিয়ার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি, যা বললেন নুসরাত-পাওলিরা

অনলাইন ডেস্ক

পাশের বাড়ির ছাদ থেকে আলিয়া ভাটের বেড রুমে উঁকি। এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি রাতে দুই পাপারাৎজির বিরুদ্ধে আইনি অভিযোগ নেওয়ার কথা জানিয়েছেন আলিয়া। এ ব্যাপারে মুম্বাই পুলিশকে ট্যাগ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। লিখেছিলেন, ‌‘আপনারা রসিকতা করছেন? আমি দুপুর বেলা নিজের বাড়ির লিভিং রুমে বসেছিলাম।

আচমকা মনে হলো কেউ আমাকে দেখছে। ’

তাঁর সংযোজন, 'আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম, দুই ব্যক্তি পাশের বাড়ির ছাদে দাঁড়িয়ে। আমার দিকে ক্যামেরা তাক করে আছেন তাঁরা! কোন জগতে এটা সঠিক?'

আলিয়া আরও বলেন, 'মানুষের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা হয়েছে। এমন একটা লাইন থাকে, যেটা অতিক্রম করা যায় না।

আজ ওই ধরনের যাবতীয় লাইন পেরিয়ে গিয়েছেন এঁরা!'

গত মঙ্গলবার আলিয়ার সঙ্গে ঘটা ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে গোটা বলিউড। তারকাদের 'প্রাইভেসি' প্রসঙ্গে কী বলছেন টলিপাড়ার নায়িকারা? 

টালিউডের দুই নায়িকা নুসরাত জাহান এবং পাওলি দাম। আলিয়ার সঙ্গে সম্প্রতি যা হয়েছে সে প্রসঙ্গে মুখ খুলেছেন তারা। নুসরাতের কথায়, 'জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি থাকে তা ঠিক। ভক্তদের আমাদের ব্যক্তিগত বিষয়ে, আমাদের জীবনধারা নিয়ে অনেক বেশি কৌতূহল থাকে তা-ও ঠিক আছে। কিন্তু বর্তমানে যে ধরনের অভ্যাস শুরু হয়েছে আলোকচিত্রীদের যাঁদের পাপারাৎজি বলা হয়, অনেক সময়ই নিজেদের এখতিতার ভুলে যায়। প্রতিটি পেশায় কিছু সীমা থাকা উচিতl। ছাদে উঠে লেন্স জুম করে তারকাদের ঘরের ছবি তোলা কিংবা তারকাদের গাড়ি ধাওয়া করে তাঁদের নিয়ে খবর করা খুবই অনুচিত। '

পাওলিও নুসরাতের সঙ্গে সহমত জানিয়ে বলেন, প্রত্যেকেরই নিজের সীমার মধ্যে থাকা উচিত। আমাদের প্রাইভেসি তো লঙ্ঘন হয়ই। সব সময় সতর্ক থাকা আমাদের পক্ষেও সম্ভব হয় না। যাঁরা এই কাজ বা পেশার সঙ্গে যুক্ত, তাঁদেরও বিবেক থাকা দরকার। তাঁদের বোঝা উচিত, কোনটা করবে, কোনটা করবে না। প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে, সেটা সবাইকেই মাথায় রাখতে হবে। নিজেদের গণ্ডিগুলো নিজেদেরই ঠিক করে নিতে হবে। সোশ্যাল মিডিয়ার জন্য ভক্তদের কৌতূহল মেটাতে এগুলো করা হয়। দিনের শেষে এটাও মাথায় রাখা দরকার, যাঁদের ছবি লুকিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে তাঁরাও মানুষ। '

news24bd.tv/রিমু