চিনির আমদানি শুল্ক প্রত্যাহার

প্রতীকী ছবি

চিনির আমদানি শুল্ক প্রত্যাহার

অনলাইন ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাঁচা ও পরিশোধিত চিনি রফতানিতে শুল্ক প্রত্যাহার করেছে, যাতে ভোক্তারা কম দামে চিনি পেতে পারেন। আজ রোববার এক প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কাঁচা চিনি আমদানিতে ৩ হাজার টাকা এবং টন প্রতি পরিশোধিত চিনির ওপর ৬ হাজার টাকা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে চিনি আমদানির ওপর নিয়ন্ত্রক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

প্রতি কেজি চিনির দাম ১২০ টাকা পর্যন্ত নামিয়ে আনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমদানি সুবিধা কমানো হয়েছে, যা চলতি বছরের ৩০ মে পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআরের হিসাব অনুযায়ী, এই হ্রাসের পর কাঁচা ও পরিশোধিত চিনির সামগ্রিক আমদানি ব্যয় টনপ্রতি যথাক্রমে ৬ হাজার ৫০০ টাকা ও ৯ হাজার টাকা কমবে বলে আশা করা হচ্ছে।

news24bd.tv/আলী