বাংলাদেশকে নিজের ঘর মনে হচ্ছে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর 

সংগৃহীত ছবি

বাংলাদেশকে নিজের ঘর মনে হচ্ছে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর 

অনলাইন ডেস্ক

তিন দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন করেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো। ঢাকায় পা রাখার দুই দিনেই এই দেশকে নিজের ঘরের মতো লাগছে তার।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আগমনে নারী ফুটবলারদের মধ্যে আজ এক প্রীতি ম্যাচের আয়োজন করে বাফুফে। লাল দল ও সবুজ দলের এই ম্যাচ অবশ্য গোলশূন্য ড্র হয়।

 ম্যাচের পর পদক বিতরণ করেন কাফিয়েরো। মেয়েদের সঙ্গে সেলফিও তুলেছেন তিনি।

দুই দলের অধিনায়ককে জার্সি উপহার দেওয়ার পর কাফিয়েরো বলেন, ‘এখানে আসতে পারাটা আমার জন্য সম্মানের। আপনাদের জানা উচিত যে এখানে এসে মনে হয়েছে নিজের ঘরেই আছি।

নিজের ঘর মনে হচ্ছে। কারণ, আপনারা আমাদের বিশ্বকাপেও সমর্থন জুগিয়েছেন। আজ এখানেও এসে সেটা পেয়েছি। আমরা আবারও দূতাবাস খুলেছি। আমার কাছে মনে হয়েছে, দূতাবাস আবারও খোলার সিদ্ধান্তটা দারুণ একটা সিদ্ধান্ত। কারণ, এর ফলে আমাদের দুই দেশের সম্পর্কটা আরও মজবুত হবে। ’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আর্জেন্টিনার সঙ্গে সহযোগিতার বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে আছে বলে জানিয়েছেন, ‘একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এবং রিভার প্লেটসহ কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা আমাদের কয়েকটি ক্লাব পরিদর্শন করেছে। আলোচনা করেছে কী সাপোর্ট হতে পারে এবং তারা কী ধরনের সুবিধা দিতে পারে। সবকিছু খুবই প্রাথমিক পর্যায়ে আছে এবং তারা এগুলো নিয়ে কাজ করছে। ’

কাফিয়েরো এর আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও বাফুফের অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। বাফুফের সিনিয়র-সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে বলেন, ‘এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। তাছাড়া আমাদের সময়েরও ব্যাপার। সব মিলিয়ে তাদের মৌসুম, আমাদের মৌসুম সবকিছু দেখে…যেহেতু দূতাবাস উদ্বোধন হয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তারা ফুটবল ফেডারেশনে এসেছেন। আমি মনে করি খুবই কাছাকাছি আছি (আর্জেন্টিনার ঢাকা আগমন)। ওই জায়গাতে যেতে আমাদের খুব বেশি সময় লাগবে না। এটা সময়ের ব্যাপার। ’

তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই ওরা আসবে। ২০১১ সালে ওরা এসেছিল। এখন তো কূটনৈতিক সম্পর্কের দরজা খুললো। আমি মনে করি আর্জেন্টিনা দলের আসা সময়ের ব্যাপার। ’

news24bd.tv/সাব্বির