যে ‘বড়’ রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব

সংগৃহীত ছবি

যে ‘বড়’ রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব

অনলাইন ডেস্ক

ছয় বছর পর বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড জাতীয় দল। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে এ সিরিজ দিয়েই ‘বড়’ একটি ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেট নেওয়ার দ্বারপ্রান্তে আছেন সাকিব।

একদিনের ক্রিকেটে ৩০০ উইকেট পেতে সাকিবের দরকার আর মাত্র ৬ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া বিশ্বসেরা এই অলরাউন্ডারের জন্য খুব কঠিন কোনো কাজ নয়। কেননা ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেটের মালিক সাকিব নিজেই।

এখন পর্যন্ত ওয়ানডেতে ২২৪ ম্যাচে ২৯৪ উইকেট শিকার করেছেন সাকিব।

যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। সাকিবের পর দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি  বিন মর্তুজা। ২১৮ ম্যাচে মাশরাফির উইকেটসংখ্যা। ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট উইকেট শিকার করে তিনে আছেন সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক।

এদিকে, ইংল্যান্ড সিরিজে ৬ উইকেট পেলে ১৪তম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৩০০ উইকেট পাওয়ার মাইলফলক স্পর্শ করবেন সাকিব।

news24bd.tv/SHS