সাবেক এমপির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা

সাবেক এমপির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম অপুর নামে আদালতে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন শহরের মহিলা কলেজপাড়ার বাসিন্দা সুলতানা ইয়াসমিন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, শফিকুল ইসলাম অপু ও তার বোন কামরুন্নাহার লিপি জমি বিক্রির জন্য গত বছরের ৩০ মার্চ বাদীর কাছ থেকে নগদ ১০ লাখ ও ৫ মে ১৫ লাখ টাকা গ্রহণ করে।

২ মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও তারা নানা তালহাবানা শুরু করে। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি বাদী জমি রেজিস্ট্রি করার কথা বলতে আসামিদের বাড়িতে গেলে তাকে হত্যার হুমকি দেয়।

এ ব্যাপারে সাবেক এমপি শফিকুল ইসলাম অপু জানান, এটা একটা চক্রান্ত। এ সব সম্পর্কে আমি কিছুই জানি না।

news24bd.tv/কামরুল