টাইগারদের অসহায় আত্মসমর্পণ, সিরিজ ইংল্যান্ডের

সংগৃহীত ছবি

টাইগারদের অসহায় আত্মসমর্পণ, সিরিজ ইংল্যান্ডের

অনলাইন ডেস্ক

অসহায় আত্মসমর্পন যাকে বলে, মিরপুরে আজ তেমন কিছুরই সাক্ষী থাকল হাজারো দর্শক। বোলারদের ধারহীন বোলিংয়ের পর সিরিজ বাঁচানোর ম্যাচে জিততে হলে রেকর্ড ৩২৭ রান তাড়া করতে হতো বাংলাদেশকে। তবে বড় টার্গেটে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে সর্বসাকুল্যে রান এলো ১৯৪। অন্যদিকে, ১৩২ রানের বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

 একে একে সাজঘরে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার। ইংলিশ পেসার স্যাম কারানের তোপে ২ ওভার পার হতেই ৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এরপর দলের হয়ে হাল ধরেন সাকিব ও তামিম। এই দুই ব্যাটারের ব্যাটে দলের প্রাথমিক বিপর্যয় কাটলেও জয়ের জন্য লড়তে পারেনি বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১৯৪ রানে থামে টাইগারদের ইনিংস।  

বাংলাদেশের পক্ষে ৫৮ রান করেন সাকিব, এছাড়া অধিনায়ক তামিমের ব্যাট  থেকে আসে ৩৫ রান। ইংল্যান্ডের আদিল রশিদ ৪৫ রানে নেন ৪ উইকেট, এছাড়া তিন উইকেট লাভ করেন  স্যাম কারেন।  

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড জেসন রয়ের সেঞ্চুরিতে ভর করে ৩২৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জেসন রয় ছাড়াও অধিনায়ক বাটলার করেন ৬৪ বলে ৭৬ রান, মঈন আলী ৩৫ বলে ৪২ ও স্যাম কারান ১৯ বলে ৩৩ রানের টর্নেডো ইনিংস উপহার দেন। বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি, মিরাজ ২টি, সাকিব ও তাইজুল একটি করে উইকেট লাভ করেন।  

news24bd.tv/আলী