পশ্চিমবঙ্গে নতুন আতঙ্ক অ্যাডিনো ভাইরাস

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গে নতুন আতঙ্ক অ্যাডিনো ভাইরাস

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণের ঘটনা অনেকটা কমে এলেও পশ্চিমবঙ্গে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে অ্যাডিনো ভাইরাস। ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।

অ্যাডিনো সংক্রমণের সঙ্গে যুক্ত হয়েছে নিউমোনিয়া। ভারতের এই রাজ্যে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ২১৩ শিশু।

 

গত জানুয়ারি থেকে শুক্রবার ৩ মার্চ পর্যন্ত অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে কলকাতায় মোট ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।  

অ্যাডিনো ভাইরাস এবং নিউমোনিয়ার জোড়া সংক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে।  

তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে আশ্বস্ত করেছেন যে, ভয় পাওয়ার কিছু নেই। কারণ তাদের নিরাপদ রাখতে তার প্রশাসন যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করছে।

news24bd.tv/আইএএম