প্রশ্নফাঁস: আত্মসমর্পণ করে জামিন পেলেন বুয়েট শিক্ষক নিখিল

সংগৃহীত ছবি

প্রশ্নফাঁস: আত্মসমর্পণ করে জামিন পেলেন বুয়েট শিক্ষক নিখিল

অনলাইন ডেস্ক

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আত্মসমর্পণ করে বুয়েট শিক্ষক অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধর জামিন পেয়েছেন। আজ রোববার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালত এ আদেশ দেন।

এর আগে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নিখিল রঞ্জন ধর।

গত ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের এসআই শামীম আহমেদ আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেন।

এরপর গত ৫ ফেব্রুয়ারি এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। তবে ড. নিখিল রঞ্জন ধর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

news24bd.tv/আলী