খুলনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

খুলনায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সীমান্তে মাদক চোরাচালান দমন অভিযানে আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে খুলনা ব্যাটালিয়ান (২১ বিজিবি)। রোববার (৫ মার্চ) খুলনা বিজিবি দপ্তরে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আটক ৫৬ হাজার ২৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪ হাজার ৩২২ বোতল বাংলা মদ, ১২৬ বোতল বিদেশি মদ, ৩১১ বোতল ভারতীয় স্কার্প সিরাপ, সাড়ে ৪৭ কেজি গাঁজা, ২৩ হাজার ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ হাজার ৩৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ৫ হাজার ৬৪৯ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, অতিরিক্ত মহাপরিচালক (যশোর রিজিয়ন কমান্ডার) ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ, খুলনা ব্যাটালিয়ান (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান ও পুলিশ সুপার মো. মাহবুব হাসান।

বিজিবি কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী খুলনা ব্যাটালিয়ান (২১ বিজিবি) সৈনিকরা মাদক চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক