ট্রেন দুর্ঘটনা: ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

ট্রেন দুর্ঘটনা: ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

গ্রিসে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫৭ জনের পরিবারের কাছে ক্ষমা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। রোববার জাতীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় দুর্ঘটনার দায় নিয়ে ক্ষমা চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা ওই বার্তায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রত্যেকের কাছে দায়বদ্ধ। তবে বিশেষ করে যাঁরা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাঁদের স্বজনদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।

ওই বার্তায় কিরিয়াকোস মিৎসোটাকিস আরও লেখেন, ‘২০২৩ সালের গ্রিসে দুটি ভিন্ন গন্তব্যের ট্রেন একই লাইন দিয়ে চলাচল করতে পারে না। এত বড় একটি বিষয় কেউ খেয়াল করল না। ’

এদিকে ভয়াবহ ওই দুর্ঘটনার পর থেকে দেশটিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ। রোববারেও রাজধানী এথেন্সে হাজারো জড়ো হয় হাজারো বিক্ষোভকারী।

পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই ট্রেন দুর্ঘটনার জেরে লারিসা শহরের স্টেশন মাস্টারকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে দায়িত্ব গাফিলতির কারণে নরহত্যার অভিযোগ আনা হয়েছে।

news24bd/ARH