তারুণ্যের উচ্ছ্বাসে কাল আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট

তারুণ্যের উচ্ছ্বাসে কাল আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট

অনলাইন ডেস্ক

করোনা মহামারির কারণে গত দুই বছর বসেনি দেশের সবচেয়ে বড় সংগীতের আসর ‘জয় বাংলা কনসার্ট’। তবে আগামীকাল বুধবার (৮ মার্চ) সেই চিরচেনা ভেন্যু আর্মি স্টেডিয়ামেই হতে যাচ্ছে বিশাল এই মিউজিক্যাল ইভেন্ট।  

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং স্বাধীনতা যুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে ২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতি বছরই এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন।

গতকাল সোমবার ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'তারুণ্যের উচ্ছ্বাস ও অংশগ্রহণে আরেকটি রোমাঞ্চকর জয় বাংলা কনসার্টের অপেক্ষায়!’

হ

তিনি আরও লেখেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও ৭ মার্চের উত্তাল সময়কে গানে গানে ফিরিয়ে আনতে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর্মি স্টেডিয়ামে। ’