ক্ষতিগ্রস্ত ভবনে সাইনবোর্ড টানাল ডিএসসিসি

ক্ষতিগ্রস্ত ভবনে সাইনবোর্ড টানাল ডিএসসিসি

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত ৭ তলা ভবনে বিস্ফোরণে ঘটনায় এর আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে করেছে ফায়ার সার্ভিস। এদিকে আজ বুধবার ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে সাইনবোর্ড টানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ বুধবার বিকেলে ডিএসসিসি কর্মীরা ভবনটিতে এ সাইনবোর্ড টানায়।

সাইনবোর্ডে লেখা রয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ, এতে সর্ব-সাধারণের প্রবেশ নিষেধ।

রাজধানীর সিদ্দিকবাজারের ভবনে বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নি‌খোঁজ রয়েছেন। তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অ‌ভিযান চল‌বে বলে জানিয়েছে ফায়ার সা‌র্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান সেখানে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনটি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এ নিয়ে ১৯টি মরদেহ উদ্ধার করা হলো।

বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে।

news24bd.tv/তৌহিদ