গুলিস্তানে বিস্ফোরণ: বংশাল থানায় অপমৃত্যু মামলা

ফাইল ছবি

গুলিস্তানে বিস্ফোরণ: বংশাল থানায় অপমৃত্যু মামলা

নিজস্ব প্রতিবেদক

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা। ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঘটনার দিন মঙ্গলবার (৭ মার্চ) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পুলিশ। মামলার বিষয়ে ডিসি বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় ৭ মার্চ বংশাল থানায় একটি জিডি করা হয়।

আর বুধবার অপমৃত্যুর মামলা হয়েছে।

ডিসি আরও বলেন, সিদ্দিকবাজারের বিস্ফোরণের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে যদি উঠে আসে নাশকতা বা বিস্ফোরক তাহলে অন্য মামলা হবে। এখন অপমৃত্যুর মামলায় পুলিশ ঘটনার তদন্ত করবে।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় হাফেজ মুসা হায়দার (৪২) নামে এক ব্যক্তি বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জন। আর ১৬ জনের পরিচয় শনাক্ত হওয়ায় তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

news24bd.tv/FA