ঢাকার মূল সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, রিকশা চলবে কেবল অভ্যন্তরীণ সড়কে। মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে ডিএমপি ও ডিএনসিসির যৌথ অভিযানে এ নির্দেশ দেন তিনি। এজাজ জানান, ২০ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী ব্যাটারিচালিত রিকশা। বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এগুলো নীতিমালা ও নিরাপত্তা বিবেচনা ছাড়া তৈরি। প্রায়ই পথচারীদের ওপর উঠে যাচ্ছে। তিনি জানান, অবৈধ রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদন কারখানা বন্ধে ডেসকোর সহায়তায় পদক্ষেপ নেওয়া হবে। বুয়েটের সহায়তায় নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নকশা অনুমোদিত কোম্পানির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। চালকদের প্রশিক্ষণ শেষে লাইসেন্স দেওয়া হবে এবং নির্দিষ্ট এলাকায় অনুমোদিত রিকশা...
ঢাকায় মূল সড়কে রিকশা চলবে না: ডিএনসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক

বাংলাবাজারে দোকানে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আজ মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাবাজারে একটি পার্টসের দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও পড়ুন মমতাজকে দেখেই ফাইট্টা যায় বলে যা করলেন আইনজীবীরা ১৩ মে, ২০২৫ উল্লেখ্য, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। news24bd.tv/কেএইচআর...
একদিনে সাবেক এমপি মমতাজসহ নিষিদ্ধ আ. লীগের গ্রেপ্তার ৯
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম (৫০), রমনা যুব মহিলা লীগ সভাপতি হেলেন আক্তার (৫৫), আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম (৪০), ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাহমুদুল হাসান অঞ্জন (২৭), ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সাজ্জাদ (৪১), মিরপুর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৪৪), ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাওয়ানী ইউনিট শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...
আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে মানা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেননি। শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হন। জানা যায়, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে যেতে মানা করা হয়। news24bd.tv/ডিডি