স্বচ্ছতা চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমানো ঠিক হবে না: সিইসি

সংগৃহীত ছবি

স্বচ্ছতা চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমানো ঠিক হবে না: সিইসি

অনলাইন ডেস্ক

সরকার স্বচ্ছতা বিশ্বাস করলে এবং ভালো নির্বাচন চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমিয়ে দেওয়া ঠিক হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বির্তকিত হয়েছে। ’ 

সোমবার (১৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।  

সিইসি বলেন, ‘বর্তমান কমিশন অবাধ সাংবাদিকতায় বিশ্বাস করে।

দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করলে একটি স্বচ্ছ নির্বাচন করা সম্ভব হবে। ’ 

সাংবাদিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ভোটের সময় ইসির অনুমোদিত কার্ড থাকার পরও পুলিশ সাংবাদিকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’ 

এ সময় ভোটের সময় সাংবাদিকতার নীতিমালা সংশোধন করারও কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার।

news24bd.tv/আইএএম