২০৪০ এর আগে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাবে বাংলাদেশ

২০৪০ এর আগে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

২০৪০ সালের আগেই বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন। এর জন্য বাংলাদেশের সক্ষমতা বিশ্বের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।

বাংলাদেশ বিজনেস সামিটের শেষ দিনে সংবাদ সম্মেলনে এমন আশার কথা জানান তিনি। তিনদিনের এই সম্মেলন সফল হয়েছে দাবি করে জসিম উদ্দিন বলেন, এর মাধ্যমে বাণিজ্যের বাধাগুলো দূর করা সহজ হবে।

সম্মেলনে তিনশোরও বেশি বিদেশি অতিথি অংশ নেন।

যাদের মধ্যে বিভিন্ন দেশের মন্ত্রী এবং বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যারা বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার বিষয়ে ইতিবাচক ধারণা পেয়েছেন। এর ফলে আগামী দিনে বাংলাদেশে বিপুল বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা এফবিসিসিআই সভাপতির।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক