যুক্তরাষ্ট্রে বন্ধের পথে আরও ছয় ব্যাংক

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে বন্ধের পথে আরও ছয় ব্যাংক

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) পর সিগনেচার ব্যাংকও বন্ধ হয়ে যায়। পরপর দুটি ব্যাংক বন্ধের খবরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আরও ছয় ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বৈশ্বিক রেটিং এজেন্সি বা ঋণমান নিরূপণকারী সংস্থা মুডিস। খবর রয়টার্স

এর আগে গত সোমবার বন্ধ হওয়া সিগনেচার ব্যাংকটির ব্যাপারে রেটিং কমিয়েছিল মুডিস। সে সময় মুডিসের পক্ষ থেকে সিগনেচার ব্যাংককে সি-গ্রেডে রেটিং করা হয়েছিল। এবার সংস্থাটির রেটিং কমানোর আওতায় রয়েছে ফার্স্ট রিপাবলিক ব্যাংক, জিওনস ব্যাংক করপোরেশন, ওয়েস্টার্ন অ্যালায়েন্স ব্যাংক করপোরেশন, কমেরিকা ইনকরপোরেশন, ইউএমবি ফিন্যান্সিয়াল করপোরেশন এবং ইনট্রাস্ট ফিন্যান্সিয়াল করপোরেশন। তবে বন্ধ হওয়ার পর সিগনেচার ব্যাংকের ভবিষ্যৎ রেটিং প্রত্যাহার করে নিয়েছে মুডিস।

 

এদিকে ব্যাংক খাতে ধস নামার ব্যাপারে সিলিকন ভ্যালি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল, নগদ অর্থ জোগাড় করতে লোকসানে কিছু বন্ড বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া নগদ অর্থ জোগাড় করতে বাজারে আরও ২০০ কোটি ডলারের শেয়ার ছাড়ার ঘোষণা দেওয়া হয়। এমন ঘোষণার পরই এসভিবির গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা গণহারে অর্থ উত্তোলন শুরু করে। আর তাতে একপর্যায়ে ব্যাংকটিতে ধস নামে। এদিকে সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হওয়ায় বর্তমানে ওই ব্যাংকের গ্রাহকদের কোটি কোটি ডলার আটকে গেছে। তবে যুক্তরাষ্ট্রের সরকার ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করতে কোনো অর্থ সহায়তা না দিলেও গ্রাহকদের সঞ্চিত অর্থ ফেরত দেওয়ার নিশ্চয়তা দিয়েছে।

news24bd.tv/AA