বজ্রসহ শিলা বৃষ্টির আশঙ্কা 

সংগৃহীত ছবি

বজ্রসহ শিলা বৃষ্টির আশঙ্কা 

অনলাইন ডেস্ক

আজ বুধবার সকাল থেকেই থেমে হচ্ছে বৃষ্টি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন যায়গায়। আগামী ৩ থেকে ৪ দিন বিক্ষিপ্তভাবে এমন বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।  

তবে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দিনের যেকোনো এক অংশে বৃষ্টি হতে পারে।

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।  

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, ২২ তারিখের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বৃষ্টি হলে কমবে তাপমাত্রা। এদিকে সকাল ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে, ২২ মিলিমিটার।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশার, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

news24bd.tv/আইএএম