নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাতপাখা প্রতীক নিয়ে কাউসার হোসেন ও নুরালাপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে আরিফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে হাতপাখা প্রতীক নিয়ে কাউসার হোসেন ৮৩৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক মো. আলমগীর পেয়েছেন ৪৪৩৯ ভোট এবং আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী এনামুল হক শাহীন পেয়েছেন ৪১৫৫ ভোট।
নুরালাপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে আরিফ হোসেন ৭৩৪২ ভোট পেয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুটি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুটি ইউনিয়নে মোট ২৫টি কেন্দ্রের ১৬৭টি ভোট কক্ষের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিল ৬২ হাজার ৬৬৪ জন।
নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন।
news24bd.tv/তৌহিদ