লক্ষ্য একাডেমি অ্যাওয়ার্ড পেলেন প্রতিষ্ঠানের ৬৫ জন প্রশিক্ষণার্থী

লক্ষ্য একাডেমি অ্যাওয়ার্ড পেলেন প্রতিষ্ঠানের ৬৫ জন প্রশিক্ষণার্থী

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে 'লক্ষ্য একাডেমি অ্যাওয়ার্ড' পেলেন প্রতিষ্ঠানের ৬৫ জন প্রশিক্ষণার্থী।

শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের একটি অডিটোরিয়ামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ উপস্থাপক এবং সাংবাদিক হিসেবে কাজ করা একাডেমির প্রশিক্ষণার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।

হুমায়ুন আহমেদের ওপর নির্মিত বিশেষ প্রতিবেদনের জন্য অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সহকারী প্রধান বার্তা সম্পাদক আশিকুর রহমান শ্রাবণকে।

এছাড়াও লক্ষ্য একাডেমি এওয়ার্ড ২০২৩ প্রদানের মধ্য দিয়ে সম্মানিত করা হয় নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক আল মোহাইমিনুল খান ও নিউজ প্রেজেন্টার মাহমুদুল হাসান জাহিদ, ফয়সাল আহমেদ ও সোহাগ বক্সকে।

এদিকে, সাংবাদিকতা ও উপস্থাপনার প্রশিক্ষণে বিশেষ অবদান রাখায় একাডেমির পক্ষ থেকে আজীবন সম্মান জানানো হয় বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরকে।

news24bd.tv/FA

সম্পর্কিত খবর