রাষ্ট্রীয় মর্যাদায় মেয়র তাহেরের দাফন সম্পন্ন 

রাষ্ট্রীয় মর্যাদায় মেয়র তাহেরের দাফন সম্পন্ন 

লক্ষ্মীপুর প্রতিনিধি:

রাষ্ট্রীয় মর্যাদায় লপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম এ তাহেরের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে শহরের জালালিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার দাফন সম্পন্ন হয়।  

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজার পূর্ব সময়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাবেক বিমান মন্ত্রী শাহজাহান কামাল এমপি, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধায় তাকে চির বিদায় দেন।

জানা যায় অংশ নেন অন্তত ৩০ হাজার মানুষ।  

এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান কেন্দ্রীয় নেতারা।

জানা যায়, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ফুসফুস ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দুপুর ১ টা ৫০ মিনিটে শহরের নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি মুক্তিযুদ্ধের সংগঠকসহ আওয়ামী রাজনীতির সঙ্গে দীর্ঘ কয়েক যুগ যুক্ত ছিলেন।

news24bd.tv/কেআই

সম্পর্কিত খবর