বিয়ের দিনই কনেকে টাকার বস্তা, ট্রাক্টর উপহার!

সংগৃহীত ছবি

বিয়ের দিনই কনেকে টাকার বস্তা, ট্রাক্টর উপহার!

অনলাইন ডেস্ক

বিয়ের আসরে নানান ধরনের ঘটনা ঘটে থাকে। তবে এবার কনেকে উপহার দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভারতের রাজস্থানের নাগৌর জেলায় এ ঘটনা ঘটে। খবর নিউজ ১৮।

বিয়েতে কনেকে ৩ কোটি টাকার উপহার দেন তার তিন মামা৷ এছাড়া আত্মীয়-স্বজনদের দেওয়া অর্থ মিলিয়ে প্রায় ৮১ লাখ নগদ অর্থ এসেছে। নগদ অর্থ ছাড়াও তাদের কাছে জমির মালিকানার নথিপত্র, ট্রাক্টর ও মূল্যবান অলঙ্কার উপহার হিসেবে ছিল বলে শোনা গেছে।

রাজস্থানি বিয়ের যে রীতিতে এই উপহার দেওয়া হয়েছে তার নাম ‘মায়রা’৷ এই প্রথায় কনেকে উপহার দেওয়া হয় তার মামাবাড়ি থেকে৷ গত ১৫ মার্চ এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।  

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী রাজস্থানি সাজে সজ্জিত আগতরা একটি ব্যাগ থেকে কারি কারি নোট বের করে সাজিয়ে দিচ্ছেন থালায়৷এই ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন, পণপ্রথা এবং মায়রার মধ্যে পার্থক্য কোথায়? 

তাদের মতে, শুধু দেওয়ার পদ্ধতিতেই আছে পার্থক্য, অন্য সবই এক৷ আবার অনেকে করেছেন দ্বিমতও।

পণপ্রথায় জোর জবরদস্তি আছে, সেটা মায়রা প্রথায় সেটা নেই। তাদের মতে, এই প্রথায় আছে ভালবাসা।

news24bd.tv/আলী