সাত দিনে চারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

সাত দিনে চারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়া এবার এক সপ্তাহে চতুর্থবারের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো। যে ক্ষেপণাস্ত্রটি প্রায় ৮০০ কিলোমিটার পাড়ি দিয়েছে।   রোববার সকালের দিকে পূর্ব সাগরের দিকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়ে উত্তর কোরিয়া।

সিউলের সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে এমনটিই বলা হয়।

অন্যদিকে ১১ দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এই মহড়াকে আগ্রাসন মনে করছেন কিম জং উনের দেশ। দুই দেশকে বার্তা দিতেই একাধিকবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, পিয়ংইয়ংয়ের উত্তর দিক থেকে স্বল্প পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

প্রায় ৮০০ কিলোমিটার পাড়ি দিয়েছে এটি। এই বিষয়টিকে উসকানিমূলক পদক্ষেপ হিসেবেই বিচার করছে দক্ষিণ কোরিয়া।

ওয়াশিংটন জানায়, পালটা প্রত্যাঘাত করতে সর্বদাই তৈরি আছে আমাদের সেনা। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার নিন্দা করেছে যুক্তরাষ্ট্রও। অস্ত্র প্রয়োগের নিয়ম ভেঙে আঞ্চলিক স্থিতাবস্থা নষ্ট করছে উত্তর কোরিয়া।

news24bd.tv/তৌহিদ