ছক্কায় ফিফটি তুলে নাফিসকে ছুঁলেন লিটন 

সংগৃহীত ছবি

ছক্কায় ফিফটি তুলে নাফিসকে ছুঁলেন লিটন 

অনলাইন ডেস্ক

সাত ইনিংস পর ওয়ানডেতে ফিফটির দেখা পেলেন লিটন দাস। ছক্কা মেরে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নিতেই আরও একটি মাইলফলক স্পর্শ করেন তিনি। নবম বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে তিনি পেরিয়ে যান ২ হাজার রানের মাইলফলক।

আজ সোমবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অভিষিক্ত ম্যাথু হামফ্রেজের খাটো লেংথের ডেলিভারি পুল করে ছক্কা মারেন লিটন।

সেই ছয়ে তিনি ক্যারিয়ারের ৮ম ফিফটি আর দুই হাজার রানের মাইলফলকে পৌঁছে যান।

নবম বাংলাদেশি হিসেবে একদিনের ক্রিকেটে ২ হাজার রান করতে লিটনের লেগেছে ৬৫ ম্যাচের ৬৫ ইনিংস। এর আগে, সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসও ৬৫ ইনিংসে দুই হাজারী ক্লাবে পৌঁছেছিলেন। বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে ২ হাজার রানের মাইলফলকে এই দুজনই এখন যুগ্মভাবে দ্রুততম।

নাফিসকে ছুঁয়ে ফেলার দিন লিটন হাঁটছিলেন সেঞ্চুরির পথেই। তবে তিনি আউট হয়েছেন ৭১ বলে ৭০ রান করে। কার্টিস ক্যাম্ফার ফেরান তাকে। সাজঘরে ফেরার আগে তিনটি করে চার-ছক্কায় ইনিংসটি সাজান লিটন।

news24bd.tv/SHS