রমজানের বার্তায় উইঘুরদের প্রতি সংহতি জানালেন বাইডেন

সংগৃহীত ছবি

রমজানের বার্তায় উইঘুরদের প্রতি সংহতি জানালেন বাইডেন

পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বার্তায় বাইডেন বলেন, চীনের উইঘুর সম্প্রদায়, মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়সহ যেসব মুসলিম প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছেন তাদের পাশে আছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।  

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প এবং পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বাইডেন বলেন, পবিত্র এই সময়ে কঠিন সময় পার করা মুসলিম সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র তার সমর্থন জানাচ্ছে।  

বাইডেন তার বিবৃতিতে চীন সরকারের হাতে 'গণহত্যার' শিকার উইঘুর মুসলিমদের প্রতি এমন সময় সংহতি প্রকাশ করলেন, যখন চীনের সঙ্গে কূটনৈতিক টানাপোড়ন চলছে ওয়াশিংটনের।

 

মানবাধিকার সংগঠনগুলোর মতে, উইঘুর সম্প্রদায়কে জোরপূর্বক শ্রম শিবিরে বন্দী করা হচ্ছে। তাদের সংস্কৃতি প্রকাশ করাও নিষিদ্ধ করছে প্রশাসন। তবে বেইজিং বলেছে, সেখানে জাতিগত সংখ্যালঘুদের দমন করা হচ্ছে না বরং উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে সাম্ভাব্য সন্ত্রাসবাদের হুমকির প্রতিক্রিয়া হিসেবে এই ব্যবস্থা নিয়েছে তারা।

সূত্র: নিউজ১৮

news24bd/ARH