জুতার শোরুম উদ্বোধনে হিরো আলম, ভিড়ের মধ্যে ২ ফোন চুরি

সংগৃহীত ছবি

জুতার শোরুম উদ্বোধনে হিরো আলম, ভিড়ের মধ্যে ২ ফোন চুরি

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে একটি জুতার শোরুম উদ্বোধন করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এ সময় তাকে একনজর দেখতে শোরুমে ভিড় করেন উৎসুক জনতা। দর্শনার্থীর ভিড়ের মধ্যে দুটি মোবাইল ফোন চুরি হয়।  

রোববার বিকাল ৫টায় ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি রোডের নদী বাংলা পয়েন্টের উত্তর পাশে অভিরাম লিমিটেড জুতার শোরুমের উদ্বোধন করেন হিরো আলম।

শোরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিরো আলমের উপস্থিত থাকার কথা শুনে শত শত দর্শনার্থীরা সেখানে ভিড় করেন। বিকাল ৫টা বাজার সঙ্গে সঙ্গে শোরুমের ভেতর ও বাইরে মানুষের ভিড় জমে যায়। অনেকে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন এ সময়।

অভিরাম লিমিটেডের পরিচালক শাহ আলম রুবেল বলেন, শোরুম উদ্বোধন অনুষ্ঠানের ভিড়ে আমার দুটি অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়ে যায়।

এর পর থেকে শোরুমের মেইন গেট বন্ধ করে রেখেছি, যেন কেউ ভেতরে প্রবেশ না করতে পারে।

শোরুম উদ্বোধন অনুষ্ঠান শেষে ইফতার করে ঢাকার উদ্দেশ্যে ভৈরব ত্যাগ করেন হিরো আলম। শোরুমের উদ্বোধক হিরো আলম বলেন, আমি ভৈরবে প্রথমবার এসেছি। এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ।

এই রকম আরও টপিক