১০ দিন সন্ধ্যার পর নদীতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি

১০ দিন সন্ধ্যার পর নদীতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

ঈদের আগে ও পরে মোট ১০ দিন সন্ধ্যার পর নদীতে বাল্কহেড চলাচল নিষেধাজ্ঞা দিয়েছে নৌ পুলিশ। রোববার (৯ এপ্রিল) সকালে রাজধানীতে নৌপথে ঈদযাত্রা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজি শফিকুল ইসলাম।

দুর্ঘটনা এড়াতে লঞ্চে ওভার লোডিং না করে প্রয়োজনে সময়ের আগেই লঞ্চ ছাড়ার অনুরোধ জানান তিনি। এ সময় লঞ্চের মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতা বন্ধেরও অনুরোধ জানায় নৌ পুলিশ।

 

সংবাদ সম্মেলনে স্পিড বোর্ড নিয়ন্ত্রিত গতিতে চালানোর অনুরোধ করা হয়। এছাড়া টিকিটের দাম মানুষের হাতের নাগালে রাখার অনুরোধও জানান তিনি। ডিঙি নৌকাগুলোকেও সাবধানে চলাচল করতে বলা হয়।  

news24bd.tv/আইএএম