নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি

নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১২টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।  

এর আগে ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণেও সেনাবাহিনীর সদস্যরা যোগ দেন। সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি, সেনা, নৌ, বিমান বাহিনী এবং র‌্যাব, পুলিশ ও ওয়াসার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

news24bd.tv/আইএএম