লালমনিরহাটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

লালমনিরহাটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি :

রংপুর থেকে লালমনিরহাট আসার পথে মহেন্দ্রনগরে চিলমারী কমিউটার-৩ ট্রেনের শেষ একটি বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে যোগাযোগ বন্ধ। পরে যাত্রী নিয়ে বাকি বগি নিয়ে ট্রেন লালমনিরহাটের পৌঁছেছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) লালমনিরহাট রেলওয়ের স্টেশন মাস্টার নুরুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই এলাকায় লেভেল ক্রসিং গেটে এ ঘটনা ঘটে।

এ সময় কোনো যাত্রী আহত না হলেও রেললাইন ও ট্রেনের দরজা ভেঙে যায়।

লাইনচ্যুত হওয়ার কারণে লালমনিরহাটের সাথে রংপুর -কুড়িগ্রাম ও ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।  

লালমনিরহাট রেলওয় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন কে নিশ্চিত করে বলেন, চিলমারী কমিউনিটি ট্রেনটি কুড়িগ্রাম থেকে রংপুরে আসে পরে রংপুর থেকে লালমনিরহাট আসার পথে মহেন্দ্রনগর রেল স্টেশনে ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়। লালমনিরহাট শহর থেকে রিলিফ ট্রেন গিয়ে বগিটির উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

 

লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম বলেন, উদ্বারকারী রিলিফ ট্রেন নিয়ে আসা হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে।

news24bd.tv/কেআই