'পাঠান' ঝড়ের অপেক্ষায় বাংলাদেশ! মুক্তি কি সত্যিই ৫ মে?

সংগৃহীত ছবি

'পাঠান' ঝড়ের অপেক্ষায় বাংলাদেশ! মুক্তি কি সত্যিই ৫ মে?

অনলাইন ডেস্ক

বহু প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের 'পাঠান' সিনেমা। আগামী ৫ মে থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল আলোচিত এ সিনেমাটি। আগামী মঙ্গলবার 'পাঠান' সেন্সর হওয়ার কথা।

বাংলাদেশে 'পাঠান' সিনেমা পরিবেশনার উদ্যোগ নিয়েছেন পরিচালক অনন্য মামুন।

ভারতীয় এক গণমাধ্যমে অনন্য মামুন নিশ্চিত করে বলেন, আগামী ৫ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত 'পাঠান'।

'পাঠান' রিলিজ করতে দেরি হল কেন এমন প্রশ্নে অনন্য বলেন, 'আসলে চাইলেই বাংলাদেশে উপমহাদেশের কোনও ছবি যখন খুশি প্রেক্ষাগৃহে রিলিজ করা যায় না। আইন অনুযায়ী বাংলাদেশের কোনও ছবির বিনিময়ে ভারতীয় কোনও ছবি আমরা বাংলাদেশে রিলিজ করতে পারি। ' 'পাঠান'-এর ক্ষেত্রেও তাই করা হয়েছে।

ঢালিউডের সুপারস্টার শাকিব খান অভিনীত 'পাঙ্কু জামাই' ছবিটি ভারতে পাঠানো হয়েছিল। তার বিনিময়ে 'পাঠান' প্রদর্শনের অনুমতি মিলেছে। এরই সঙ্গে অনন্য বলেন, 'দেশীয় ছবির স্বার্থে আমাদের দেশের আইন বলে ঈদ এবং পূজোর উৎসবে বিদেশি ছবি রিলিজ করা যাবে না। তাই দেরি হলো। '

তিনি আরও বলেন, যাবতীয় সরকারী অনুমতি নিয়ে এই প্রথম কোনও ভারতীয় হিন্দি ছবি বাংলাদেশের মানুষ প্রেক্ষাগৃহে বসে দেখবেন। ইতোমধ্যেই দারুণ সাড়া পাচ্ছি। আমার তো মনে হয় বাংলাদেশে 'পাঠান' একটা উৎসবের আকার নেবে। '

অনন্য আরও বলেন, 'বাংলাদেশের মানুষ শাহরুখ খানকে অত্যন্ত পছন্দ করেন। যশরাজের সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনার সময় জানতে পারি, 'পাঠান'-এর ট্রেলার সারা বিশ্বে যত মানুষ দেখেছেন তাঁর মধ্যে ৩৫ শতাংশ মানুষ বাংলাদেশি!'

তিনি বলেন, বাংলাদেশে প্রথম সপ্তাহে প্রায় ৩৫ থেকে ৪০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পাঠান'। বিদেশি ছবিমুক্তির ক্ষেত্রে বাংলাদেশে সরকারের নিয়ম অনুযায়ী, ছবিতে ইংরিজি সাবটাইটেল থাকতে হবে এবং বাংলাদেশ সরকার ছবির সেন্সর করবে। মঙ্গলবার 'পাঠান'-এর সেন্সর হওয়ার কথা। তারপর শুরু হবে অগ্রিম বুকিং।  

news24bd.tv/রিমু   

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর