এক ওভারে ৪৬ রানের বিশ্ব রেকর্ড 

সংগৃহীত ছবি

এক ওভারে ৪৬ রানের বিশ্ব রেকর্ড 

৬ বলে ৬ ছক্কার বিশ্ব রেকর্ডের কথা শুনেছেন অনেকেই। কিন্তু ৬ বলে ৪৬ রান! এমন খবর শোনার পর একটু বিস্ময় তো সৃষ্টি হয়ই। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে কুয়েতে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে। সেখানে এক ওভারেই ৪৬ রানের বিশ্ব রেকর্ড হয়েছে।

 

কেসিসি ফ্রেন্ডি মোবাইল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এনসিএম ইনভেস্টম্যান্ট বনাম ট্যালি সিসির মধ্যকার ম্যাচে এমন ঘ্টনা ঘটে।  

এনসিএমের ব্যাটসম্যান ভাসু ট্যালি সিসির বোলার হারমানের বিরুদ্ধে এক ওভারে ৪৬ রানের রেকর্ড গড়েন।

সেই ওভারের প্রথম বলটি নো করেন হারমান, সেই বলে ছক্কা হাঁকান ভাসু। তারপর বাই থেকে আসে ৪ রান।

পরের পাঁচ বলে টানা ছক্কা, যার মধ্যে একটি নো-বল আছে। ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকান ভাসু। সেই ওভারে মোট রান ওঠে ৪৬।  

২০০৬ সালে ওয়ানডে ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে ৩৬ রান করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হার্শেল গিবস।  

আইপিএলে এক ওভারে ওঠে সর্বোচ্চ ৩৭ রান।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক