কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী কাল

সংগৃহীত ছবি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী কাল

কাল পঁচিশে বৈশাখ (৮ মে)। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলোতে এবারও থাকছে উৎসব আয়োজন। তিন দিনব্যাপী আয়োজনে থাকবে আলোচনা, সংগীত, কবিতা, নাটক ও রবীন্দ্র মেলা।

এসব আয়োজনে কবিভক্তদের ঢল নামবে।  

জমিদারি পরিচালনার জন্য এসে রবীন্দ্রনাথ এ বাংলায় সাহিত্য রচনায় মগ্ন ছিলেন। মানুষের সঙ্গে মিশে নেমেছিলেন সমাজ সংস্কারে।  

২৫শে  বৈশাখ বিশ্ব কবির জন্মবার্ষিকীতে নওগাঁর পতিসরে এবার থাকছে ৩ দিনের কর্মসূচি।

পতিসর কাছাড়িবাড়িতে জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠানে থাকছে রবীন্দ্র দর্শন নিয়ে আলোচনা, রবীন্দ্র সংগীত, কবিতা আবৃতি ও গ্রামীণ মেলা। ইতোমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জমিদারি দেখা-শোনার জন্য এলেও কবি অবহেলিত পতিসরবাসীর কল্যাণে কাজ করেছেন। এখানে বসেই আমাদের ছোট নদী, তালগাছ একপায়ে দাঁড়িয়ে- এমন কাব্য রচনা করেছেন।

কবির পছন্দের জায়গা ছিল কুষ্টিয়ার শিলাইদহ। এ কারণে এখানে বারবার এসেছেন, থেকেছেনও বেশি সময়। এখান থেকেই গীতাঞ্জলির অনুবাদ ও জাতীয় সংগীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন।

কুঠিবাড়িতেও তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালার সকল প্রস্তুতি সেরেছে প্রশাসন। বসছে রবীন্দ্র মেলা।

সাহিত্য ও সংস্কারে রবীন্দ্রনাথ ঠাকুর আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি গ্রামের মানুষদের ভালো বেসেছেন, তাই জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে ভক্তদের ঢল নামে।

news24bd.tv/আইএএম