ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে গ্যাসের চাপ কম থাকবে

প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে গ্যাসের চাপ কম থাকবে

অনলাইন ডেস্ক

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর এলএনজি সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা মোরশেদ আলম।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে ঢাকাসহ তিতাস গ্যাস অধিভুক্ত বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

মোরশেদ আলম বলেন, এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এর ফলে কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

তিনি জানান, কক্সবাজারকে ৮ নম্বর নামিয়ে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

সেইসাথে চট্টগ্রাম এবং পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত, মোংলা বন্দরকে ৪ নাম্বার সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

news24bd.tv/রিমু 

এই রকম আরও টপিক