চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতির স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ। গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত ১টা ৫৫ মিনিটের দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, হত্যা মামলায় ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এজাহারভুক্ত দুই নম্বর আসামি। এর আগে গত ১৫ মার্চ রাজধানীর পান্থপথ এলাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার স্ত্রী শারমীন আক্তার তামান্না কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেওয়ার কথা বলেন। মূলত তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি...
হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

সাপকে পানি খাওয়াতে গিয়ে প্রাণ গেল সাপুড়ের
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে কাদের খন্দকার (৮০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাপুড়ে ওই গ্রামের মৃত হাজারী খন্দকারের ছেলে। স্থানীয়রা জানান, সাপুড়ে কাদের খন্দকার দুপুরে নিজ বাড়িতে থাকা গোখরা সাপকে পানি খাওয়াতে যান। ওই সময় সাপ তাকে ছোবল দেয়। পরে নিজেই নিজের শরীর থেকে বিষ নামাতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথিমধ্যে সে মারা যায়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহনেওয়াজ খাঁন বলেন, হাসপাতালে আনার পর আমরা তাকে এন্টিভেনম দিয়েছিলাম। মূলত কাদের খন্দকারের হার্টের সমস্যাও ছিল। এতে সে বেশি অসুস্থ হয়ে পড়ে আমরা তাকে...
চরে ৭৮ জনকে পুশইন করল বিএসএফ, খাবার-ওষুধ দিল কোস্টগার্ড
বাগেরহাট প্রতিনিধি

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ীয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা ৭৮ জনকে শনিবার দুপুরে খাবার, পানি ও ওষুধ দিয়েছে। বিএসএফ সুন্দরবনের মান্দারবাড়ীয়ার চরে পুশইন করার খবর পেয়ে শনিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সেখানে পৌঁছে প্রথমে তাদের খাবার, পানি ও ওষুধ দেয়। পরে পুশইন করা ৭৮জনের নাম-পরিচয় যাচাই শুরু করে কতজন বাংলাদেশি বা ভারতীয় তা শনাক্তের কাজ করছে কোস্টগার্ড। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জোনাল কমান্ডার মেহেদী হাসান জানান, মান্দারবাড়ীয়ার চরে শুক্রবার সন্ধ্যায় পুশইনের খবর পাওয়ার পর ঘটনাস্থলের উদ্দেশে কোস্টগার্ডের একটি জাহাজ ও একটি হাই স্পিডবোট পাঠানো হয়। সেখানকার ক্যানেলে পানি কম থাকায় জাহাজটি ঘটনাস্থলে যেতে বাধাগ্রস্থ হলে পরে সমুদ্র পথ ঘুরে জাহাজটি...
পড়ার টেবিলের নিচে বিষধর সাপ, কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের ঘাটাইল ও সখীপুরে সাপের কামড়ে এক স্কুলছাত্রী ও এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১ টায় ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের যুগিয়া টেঙ্গর এলাকা ও সখীপুরে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্কুলছাত্রী মোছা. আখি (১৪)। সে দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর উত্তর পাড়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে ও কাজলী বেগম (৬০) কালমেঘা দক্ষিণপাড়া এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, আঁখি মেধাবী ছাত্রী ছিল। গতকাল রাতে আঁখি পড়তে বসে। এসময় পড়ার টেবিলে নিচে একটি বিষধর সাপ আঁখির পায়ে কামড় দিলে সে ব্যথা অনুভব করে। পরে রাতেই তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আঁখির মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া জানান,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর