দেশের সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

ফাইল ছবি

দেশের সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় মোখা দুর্বল হয়ে মায়ানমারে অবস্থান করছে। এর ফলে কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের সকল সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেতগুলো নামিয়ে ৩ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১৪ মে) রাতে আবহাওয়া অফিসের এক ব্রিফিংয়ে এসব জানানো হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখা দুর্বল হয়ে মায়ানমারে সিটোয়া অঞ্চলে গভীর নিন্মচাপে পরিণত হয়েছে।

বৃষ্টি ঝরে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৭ কিমি পর্যন্ত। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মাছ ধরা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বলবত থাকবে।

আগামীকাল থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আগামী ১৬ তারিখ পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হওয়ায় ১০ নম্বর মহাবিপদ সংকেত অবজারভেশনের সংগতিপূর্ণ ছিল। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৭ হয়েছে এটাই তার প্রমাণ।

news24bd.tv/FA