শীর্ষ চারের আশা বাঁচিয়ে রাখলো লিভারপুল

সংগৃহীত ছবি

শীর্ষ চারের আশা বাঁচিয়ে রাখলো লিভারপুল

অনলাইন ডেস্ক

লেস্টার সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে শীর্ষ চারে থাকার আশা বাঁচিয়ে রাখলো লিভারপুল। সিটিকে তারা হারিয়েছে ৩-০ ব্যবধানে। শেষের দিকে হলেও খেলোয়াড়দের পারফরমেন্সে খুশি কোচ ইয়ুর্গেন ক্লপ।  

কতটা স্বস্তি আর কতটা চিন্তামুক্ত দল মোহাম্মদ সালাহ’র হাসিতেই তা স্পষ্ট।

গোল করেননি একটিও, তবে অ্যাসিস্ট্রের হ্যাটট্রিক করেন।  

সমর্থকদের অনেক প্রত্যাশা থাকলেও চলতি মৌসুমে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে লিভারপুল। তবে মৌসুমের শেষের দিকে এসে কিছুটা হলেও নিজেদের চেনা ফর্মে ফিরেছে অল রেডসরা। এখনো শীর্ষ চারে থাকার আশা বেঁচে আছে দলটির।

টেবিলের চারে উঠতে এই ম্যাচের পয়েন্ট ছিল গুরুত্বপূর্ণ। সে ম্যাচে জ্বলে উঠলেন দলের অন্যতম সেরা ফুটবলার মোহাম্মদ সালাহ। সতীর্থদের করা গোলে অ্যাসিস্ট করেন সালাহ। আর তাতেই সহজ জয় পায় অলরেডরা।

দলটির কোচ বলেন, এখন ম্যাচ জিতলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পূর্ণ হবে না। তারপরও শেষ অংশে এসে খেলোয়াড়রা নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। দল ভালো করছে। এখন শুধু চারে উঠতে পারলে এই মৌসুমে কিছুটা স্বস্তি পাব কোচ হিসেবে।
 
লিভারপুলের পরের ম্যাচ অ্যাস্টন ভিলার বিপক্ষে অ্যানফিল্ডে শনিবার রাত আটটায়।  

news24bd.tv/আইএএম