সুপ্রিমকোর্টে ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করতে রুল

ফাইল ছবি

সুপ্রিমকোর্টে ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করতে রুল

হাবিবুল ইসলাম হাবিব

সুপ্রিমকোর্ট ও বার এ্যাসোসিয়েশন প্রাঙ্গনে মোবাইল ও ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই সেবা নিশ্চিত করতে কেন নির্দেশনা দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

বিচারপতি জেবিএম হাসান এবং রাজিক আল জালিলের হাইকোর্ট বেঞ্চ এই রুল ও নির্দেশনা দিয়েছে।

বিটিআরসি ও সকল মোবাইল অপারেটর কোম্পানিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সাথে বিবাদিদের এই সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন এফিডেবিট আকারে আগামী জুনের ১ তারিখে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য সুপ্রিমকোর্ট ও বার ভবনে ১০ হাজারের বেশী আইনজীবী ও কয়েক হাজার সাধারণ মানুষের অবস্থা থাকালেও নিরবচ্ছিন্ন মোবাইল ও ইন্টারনেট সেবা না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া বিচারপ্রার্থী ও আদালতের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়। যার ফলে দীর্ঘ দিনের এই সমস্যা সমাধানে জনস্বার্থে গত বছর ২৭ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করে মানবাসংগঠন ল এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট। রিটের শুনানী করেন ব্যারিস্টারি হুমায়ুন কবির পল্লব।

তার সাথে ছিলেন অ্যাডভোকেট ইমরুল কায়েস, নাঈম হোসেন অয়ন, বায়েজিদ হোসেন।

news24bd.tv/রিমু