কিয়েভকে লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা রাশিয়ার

সংগৃহীত ছবি

কিয়েভকে লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা রাশিয়ার

অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে বড় মাত্রার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবারের এ হামলাকে 'তীব্রতার দিক দিয়ে নজিরবিহীন' বলে উল্লেখ করেছেন ইউক্রেন এক কর্মকর্তা। খবর বিবিসির।  

সোমবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

মস্কোর ছোড়া ১৮টি মিসাইল ভূপাতিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ৩ জন আহত হয়েছে বলেও জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের সাম্ভাব্য পাল্টা হামলার মধ্যেই এ হামলা চালাল মস্কো।

 

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি জালুজনি জানিয়েছেন, কিয়েভের তিন দিক থেকে হামলা চালানো হয়েছে। উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিক থেকে স্থল, আকাশ ও সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। তিনি আরও জানান, কিয়েভকে লক্ষ্য করে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থা।  

রকেটের ধ্বংসাবশেষ পড়ে অগ্নীকাণ্ডের ঘটনা ঘটেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, কিয়েভের একটি চিড়িয়াখানায় ধ্বংসাবশেষ পড়েছে। তবে এতে চিড়িয়াখানার কোনো কর্মী বা পশুপাখির ক্ষয়ক্ষতি হয়নি।  

news24bd/ARH